৭ দিন ব্যাপী ধ্যান ও চিত্ত দমন প্রশিক্ষণ কোর্স আয়োজন করতে যাচ্ছে উখিয়ার পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বিহারের সকল দায়ক-দায়িকা। ভাবনা কোর্সটি পরিচালনা করবেন অত্র বিহারের পূজনীয় অধ্যক্ষ ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়। ভাবনা কোর্স প্রশিক্ষণটি সম্পন্ন করতে সার্বিক সহযোগীতা করবেন ভদন্ত জ্যোতিঃশান্ত থের, অধ্যক্ষ- ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বিহার ও ভদন্ত জ্যোতিঃআনন্দ থের, আবাসিক প্রধান- হোয়াইক্ষ্যং শাক্যমুনি বিহার, টেকনাফ। এই উপলক্ষে আগ্রহী সকলের কাছে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করেছে আয়োজক কমিটি।
কমিটির পক্ষ থেকে প্রচারিত একটি
প্রচারপত্রের মাধ্যমে মুক্তকামী বৌদ্ধ নর-নারীগণকে ভাবনা কোর্সে অংশগ্রহণ করে দূর্লভ
মানব জীবনের চরম ও পরম লক্ষ্য নির্বাণের বীজ সুদৃঢ় করার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রচারপত্রে ভাবনা কোর্সটি কোথায়
কখন শুরু হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ভাবনা কোর্সাটিতে অংশগ্রহণ করতে
আগ্রহী হলে নিচের নির্দেশনা অনুসরণ করুন-
স্থানঃ পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বিহার ‘কুশল নিবাস’ চংক্রমণশালা, উখিয়া, কক্সবাজার।
আরম্ভ’র তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০২২
ইংরেজী, ২৭ ভাদ্র ১৪২৯ বাংলা, রবিবার।
সমাপ্তির তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২২
ইংরেজী, ০৩ আশ্বিন ১৪২৯ বাংলা, রবিবার।
বিশেষ দ্রষ্টব্য:
- ১। ধ্যানীগণ স্বীয়নাম উল্লেখিত বিহারের কর্তৃপক্ষের নিকট লিপিবদ্ধ করতে হবে।
- ২ । প্রতিদিন বিকাল ৪.৩০ টায় সদ্ধর্ম দেশনা ও খন্ড ভাবনা অনুষ্ঠিত হবে।
- ৩ । স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার ভিক্তিতে ভাবনায় অংশগ্রহনের সুযোগ দান করা হবে।
- ৪ । ধ্যানীদের উদ্দেশ্যে দাতার দান সাধুবাদের সহিত গৃহীত হবে।
- ৫। ভাবনা সমাপনী দিনে অষ্ট-উপকরণ সহ সংঘদান অনুষ্ঠিত হবে।
- ৬। পুরুষ ভাবনাকারীদের প্রব্রজ্যাদানে অষ্ট-উপকরণ দ্বারা সহযোগীতা করা হবে।
- ধ্যান অনুশীলনকারীর নিয়মাবলী:
- ১। নিজস্ব হাল্কা বিছানা ও মশারী সাথে আনতে হবে।
- ২। প্রয়োজনীয় ঔষুধ সঙ্গে রাখা বাঞ্চনীয়।
- ৩। ধ্যান চলাকালীন সময়ে কোন ধরনের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
- ৪। সাদা পোষাক-পরিচ্ছেদ পরিধান করতে হবে।
শ্রদ্ধাবান দাতাদের জ্ঞাতার্থে উল্লেখ্যঃ
প্রায় ১০০ জন ধ্যানীর জন্য
ক) দুপুরের ছোয়াইং বাবদ- : ৫০০০/-টাকা
খ) সকালের ছোয়াইং বাবদ- : ৪০০০/- টাকা
গ) বিকালের পানীয় বাবদ- : ৩০০০/- টাকা।
যোগাযোগঃ
ভদন্ত জ্যোতি কুশল ভিক্ষু- : ০১৮২৯৬০৮৩৬৯
ভদন্ত জ্যোতি মঙ্গল ভিক্ষু- : ০১৮৬১৬৬৬৮৬২
ভদন্ত জ্যোতি অমৃত ভিক্ষু- : ০১৬২৫১৬২৮৯৫
ভদন্ত জ্যোতি উপসেন ভিক্ষু : ০১৮৬৭৪৫৮৫২৬
নিবেদক- পুরাতন রুমখাঁ ত্রিরত্ন বিহারের সকল দায়ক-দায়িকা বৃন্দ, উখিয়া, কক্সবাজার।