কোরিয়ান বৌদ্ধ ভিক্ষু ৮১ বছর বয়সে মারা গেছেন
কোরিয়ান ধর্মগুরু শ্রদ্ধেয় সামু সুনিম ৮১ বছর বয়সে পরলোকগমন করেছেন। কোরিয়ার এই জনপ্রিয় সিওন (জেন) বৌদ্ধ গুরু গত ছয় বছর ধরে পারকিনসন রোগে ভোগার পর গত ৬ আগস্ট টরন্টোতে তাঁর মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিল্টন, অন্টারিওতে গত ১১ আগস্ট তার পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী ২৪ সেপ্টম্বর টরন্টোর জেন বৌদ্ধ মন্দিরে তার শেষকৃত্য অনুষ্ঠান শেষ হওয়ার কথা জনিয়েছে তার আত্বীয় স্বজন।
সামু
সুনিম কোরিয়ায় ৩ মার্চ ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। কোরিয়ান যুদ্ধের (১৯৫০-৫৩) কারণে
অল্প বয়সে তিনি মা-বাবা হরিয়ে এতিম হয়েছিলেন। ১৯৫৮ সালে তিনি জেন বৌদ্ধধর্মের একজন
নবাগত সন্ন্যাসী হিসেবে বৌদ্ধ বিহারে প্রবেশ করেন।
![]() |
অ্যান আর্বার, মিশিগান মন্দিরে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ রিট্রিট, গ্রীষ্ম 1983 |
১৯৬২
সালে তিনি টংসান সুনিমের (১৮৯০-১৯৬৫) শিষ্য হিসাবে নিযুক্ত হন এবং সোলবং সুনিমের (১৮৯০-১৯৬৯)
অধীনে জেন প্রশিক্ষণ শুরু করেন। ১৯৬৫ সালে তিনি কোরিয়া ত্যাগ করে জাপানে কিছু দিন
অবস্থান করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেন।
![]() |
ধর্ম শিক্ষকদের অর্ডিনেশন এবং ওলহা সুনিমের সাথে উপদেশ গ্রহণ অনুষ্ঠান, 15 অক্টোবর 1983 টরন্টোতে |
সামু
সুনিমের ঘনিষ্ঠরা জানিয়েছে ৬ আগস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ দিনে তার মরদেহ টরন্টোর
জেন বৌদ্ধ মন্দিরে রাখা হবে। কোরিয় বৌদ্ধদের মধ্যে একটি বিশ্বাস আছে যে ধর্মীয় মৃত
ব্যক্তি মৃত্যুর পরে ৪৯ দিন পর্যন্ত একটি ক্রান্তিকালীন রাজ্যে অবস্থান করে। আগামী
২৩ সেপ্টম্বর ৪৯ দিন পূরণ হবে এর মধ্যে তার অনুগামীরা ছবি তোলা, মোমবাতি ও ধূপ জ্বালানো
এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবে। এই সময় বৌদ্ধদের পবিত্র সূত্রপাঠ ও অন্যান্য
ধর্মীয় কার্য পালন করবে। এরপর ২৪ সেপ্টম্বর টরন্টোর জেন বৌদ্ধ মন্দিরে তার শেষকৃত্য
অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।