জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম মৃত্যু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজনে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ আগস্ট ২০২২ রোজ সোমবার ঢাকার বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য ১৯৭৫ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মম ভাবে সপরিবারে শহিদ হন। আজ ২০২২ সালের ১৫ আগস্ট ৪৭ বছর পূর্ণ হলো। দিনটি বাংলাদেশের জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির দিন।
দিনটি উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের। বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সভাপতি প্রকৌ. দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।
প্রার্থনা চলাকালিন স্থির চিত্র |
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম, ৩৮ নং ওয়াড কাউন্সিলর মো. শেখ সেলিম, মি. শাক্য প্রিয় বড়ুয়া, মি. রিপন কান্তি বড়ুয়া, ড. সুর্বণ বড়ুয়া, ড. জগন্নাথ বড়ুয়া, মি. রাহুল বড়ুয়া, মি. শেলু বড়ুয়া, মি: অপু বড়ুয়া, মিসেস বেবী বড়ুয়া, মি. রিন্টু বড়ুয়া, মি. অমল কান্তি বড়ুয়া , মি. মলিন বড়ুয়া, ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা মি. জুয়েল বড়ুয়া বক্তব্য রাখেন।
সভায় বঙ্গবন্ধুর পরকালীন শান্তি এবং তার পরিবারের মঙ্গলকামনা করা হয়। জগতের সকল প্রাণির সুখ ও সুস্থ্য জীবন কামনা করে সভা সমাপ্ত হয়।